Prosenjit Chatterjee on Shah Rukh Khan in Pathaan: যশরাজ ফিল্মসের শর্ত অনুযায়ী পাঠান চালানোর জন্য বাংলা ছবি সরিয়ে দিতে হয়েছে হল মালিকদের। এই বিতর্কে সরব হয়েছেন অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই। জি ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে তিনি বলেন, ‘শুধু মাত্র আমার ছবি বিপদে পড়লেই নয়, ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমি বিশ্বাস করি আলোচনা করেই এর ফলাফল পাওয়া যাবে।'

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/7N6zgq1
https://ift.tt/ubVo4DP