বিজেপি (BJP) ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বৃহস্পতিবার সকালে টুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) বেহালা পশ্চিম (Behala West) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন নায়িকা। বেশ কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে চাপা ক্ষোভ দানা বেঁধেছিল তাঁর মনে। এদিন টুইটে (tweet) সেই ক্ষোভই উগড়ে দিলেন তিনি। 

বৃহস্পতিবার নায়িকা টুইটে লেখেন, 'বিজেপি নামক যে রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলাম সেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।' বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের উদ্যোগের অভাবই দল ছাড়ার মূল কারণ বলে জানান নায়িকা। শ্রাবন্তীর দল ছাড়ার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জি ২৪ ঘণ্টাকে জানান, 'গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির কোনও কর্মসূচীতে দেখা মেলেনি নায়িকার। ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখলেও দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি।' গত অগাস্ট মাসে শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নায়িকা লিখেছিলেন, জন্মদিনে এটাই তাঁর সেরা উপহার। শ্রাবন্তীর এই পোস্ট থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন শ্রাবন্তী! যদিও তখন সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। গত সোমবার মুখ্যমন্ত্রীর ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও গিয়েছিল শ্রাবন্তীর কাছে। ব্যক্তিগত কারণে বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকতে পারেননি তিনি। 


মার্চ মাসে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর আগে বিভিন্ন মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোাপাধ্যায়ের পাশে দেখা গেছে তাঁকে। তাই শ্রাবন্তীর হঠাৎ বিজেপিতে যোগদান. কিছুটা অবাকই করেছিল সবাইকে। এরপর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। তবে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি। সরাসরি রাজনীতিতে নাম লেখানোর পর বারংবার ট্রোলের শিকারও হয়েছেন তিনি। মদন মিত্রের বোর্ড পার্টিতে উপস্থিতি থেকে শুরু করে ভোট পরবর্তী সময়ে ফোনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলা নিয়ে নেটিজেনদের এমনকি নিজের দলের সদস্যদেরও কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। এরই মাঝে দল ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেতা। তাহলে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি! জল্পনা তুঙ্গে।