#

#

কোচবিহার জেলা পুলিশের ফের বড়সড় সাফল্য, বিশেষ অভিযান চালিয়ে ১০৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ

 ১০৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ। বক্সিরহাটের রামপুর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাপাকড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ।

জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, সোমবার সন্ধ্যায় বক্সিরহাট থানার পুলিশ খবর পায়, ভাঙ্গাপাকড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের পাশে একটি কনটেনার সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। এরপর পুলিশকর্মীরা সেখানে অভিযান চালান।


তল্লাশি চালিয়ে তাঁরা কনটেনারের গোপন চেম্বার থেকে ১০৫ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেন, যার ওজন প্রায় ১০৫০ কেজি।