#

#

কোচবিহারের যুব সমাজকে উৎসাহিত করবে হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট

 নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো আগ্রহ বাড়াতে কোচবিহার জেলা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুভ সূচনা হল শনিবার। খেলার শুভ উদ্বোধন করেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ।

বর্তমান সময়ে যুবসমাজ যখন মোবাইল নিয়ে ব্যস্ত। অর্থাৎ তারা ধীরে ধীরে খেলাধুলা থেকে যখন অনেকটা দূরে চলে গেছে। সেই সময় যুব সমাজ কে ফের মাঠ মুখী করতে এই উদ্যোগ।

এই টুর্ণামেন্টে ১২৮ টি টিম অংশগ্রহণ করেছেন। টানা ২২ দিন ধরে এই খেলা চলবে। আগামী ১৫ জানুয়ারি চুড়ান্ত পর্যায়ে খেলা হবে বলে জানান অভিজিৎ দে ভৌমিক। জয়ী টিম কে এক লক্ষ টাকা এবং রানাস টিম কে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। প্রতিটি খেলা তেই উভয় টিমকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

এই বিষয়ে উদয়ন বাবু বলেন, যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে পারলে সমাজের পক্ষে ভালো হবে। এমন খেলা জেলার মহুকুমা গুলিতে যাতে করা যায় সেই বিষয়ে আগামীতে চিন্তাভাবনা করা হবে। যার মধ্যে কোন রাজনৈতিক সংকীর্ণতার সম্পর্ক থাকবে না।

এই টুর্নামেন্টের উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এক লক্ষ টাকা জয়ী টিম এবং রানাস টিমকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। শহরের ৬ টি মাঠে খেলা হবে। ১৫ জানুয়ারি শনিবার কোচবিহারের এমজেএম স্টেডিয়ামে এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। আশা করি এতে অনেক নতুন প্রতিভা ও উঠে আসবে।