এখনো দিনক্ষণ নির্ধারিত হয়নি, তার আগেই পৌর নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের উন্মাদনা তুঙ্গে।
মাথাভাঙা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ইতিমধ্যেই শুরু করেছে দেয়াল লিখন।
প্রার্থীর নাম না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্ন কে সামনে রেখে প্রচার শুরু হয়ে গেছে তাদের।
ওয়ার্ড কমিটির পক্ষে রতন দাস জানান, প্রার্থীকে হবে জানা নেই, তবে আমরা প্রস্তুত পৌর নির্বাচনের ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস জিতবে এমন টাই দাবি তাদের।
পৌর নির্বাচনের একাধিক ওয়ার্ডের প্রার্থী দিতে পারবে না বিজেপি বলেই দাবি করছেন তারা। যেমন 7 নম্বর ওয়ার্ডে বিজেপির কোন অস্তিত্ব নেই বলে দাবি রতন বাবুর।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, পৌর নির্বাচনে প্রার্থী যেই হোক না কেন চিহ্ন একটাই জোড়া ফুল। মাথাভাঙ্গা তে জোড়া ফুল কে সামনে রেখে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। অন্যান্য ওয়ার্ডগুলোতে ও দেয়াল লিখনের ব্যবস্থা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক।