প্রতিদিন বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা। একটু অসচেতনতার জন্য অনেক সময় বিপাকে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। সাইবার ক্রাইমের ফাঁদে ফেলে অনেক নারীন সম্মানহানি পর্যন্ত ঘটাচ্ছে দুষ্টচক্র। আবার অনেকেই সর্বস্ব খুঁইয়েছেন এর ফাঁদে পরে। বলা যায় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাইবার ক্রাইমের ঘটনায় চরম মূল্যও দিতে হচ্ছে অনেকের। নতুন করে কেউ যাতে এই চক্রের ফাঁদে না পরে তার জন্য সতর্ক রাজ্য। জোর দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসে। অক্টোবর মাস ধরে বিশেষ সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন তার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সচেতনতার জন্য একটি প্রকাশ করা হয়।








View On Youtube : https://youtu.be/HFRv6XRGTGg