বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে গ্যাস, পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
শারদ সম্মান মঞ্চে তিনি বলেন, "আমাদের সমস্যা শুধু একটাই। এত বেশি পেট্রল, ডিজেলের দাম বাড়ছে যে লোকের বাজারে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।" দাবি করলেন, "গ্যাস, পেট্রল, ডিজেল থেকে চার লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্রীয় সরকার। এখন ডিজেল না থাকলে জিনিসের দাম তো বাড়বেই। ডিজেল দিয়েই তো কৃষকরা চাষ করেন। ডিজেল না থাকলে কৃষকরা চাষ করবেন কোথা থেকে?" প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তিনি তোপ দাগেন যে, "নিজেদের রাজ্য যেখানে ক্ষমতায় আছে, সেখানে সেখানে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। এদিকে আমাদের এক টাকাও দেয় না।" এমনকি কটাক্ষের সুরে এও বলেন যে, 'টিকা-ই দেয় না তো আবার টাকা!' তবে ভাঁড়ারে টাকা না থাকা সত্ত্বেও রাজ্য সরকার প্রতি লিটার ডিজেলে ১ টাকা করে সেস কমিয়েছে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।