অশ্লীল ছবি পোস্ট করার হুমকি দিয়ে চলছিল ব্ল্য়াকমেল। প্রথমে নিজের মোবাইলে। পরে তা পাঠানো হয় তার বাবার ফোনে। চাপ নিতে না পেরে শেষপর্যন্ত আত্মঘাতী হল মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়।

রবিবার সন্ধেয় ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। এনিয়ে বড়ঞার শ্রীহট্ট গ্রামে তুমুল উত্তেজনার সৃষ্ট হয়। তড়িঘড়ি সেই মৃতদেহ উদ্ধার করে বড়ঞা গ্রামীন হাসাপাতাল ও পরে দেহটি ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস।

আত্মঘাতী ছাত্রীর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ছাত্রীটির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিচ্ছিল এলাকার এক যুবক। পুলিস সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই ছাত্রীটির অশ্লীল কিছু ছবি ও  অডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। প্রথমে বিষয়টিতে খুব বেশি আমল দেয়নি ছাত্রীটি। তখন সেইসব ছবি ছাত্রীর বাবার মোবাইলে পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবক।