#

#

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয় কৃষ্ণ বর্মন এর নামে ভুয়ো প্রোফাইল বানিয়ে টাকা হাতানোর অভিযোগ

 প্রাক্তন বনমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা বিনয় কৃষ্ণ বর্মন এর নামে ভুয়ো প্রোফাইল। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল বানিয়ে টাকা হাতানোর চক্রের সক্রিয়তা ফের প্রকাশ্যে এলো।

এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা বিনয় কৃষ্ণ বর্মন এর ছবি ও নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল বানিয়ে পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল। বিষয়টি বিনয় বাবু নজরে আসায় নিজের প্রোফাইল থেকে সকলকে সতর্ক করেন। তার নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সহ-সভাপতি তথা প্রেমেরডাঙ্গা বাসিন্দা রাজীব দত্ত ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

বর্তমান সময়ে বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা বিশিষ্ট জন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। এখন দুনিয়া হাতের মুঠোয়। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এক শ্রেণীর অসাধু চক্র সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সেই চক্র টার্গেট করেছে এবার প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা বিনয় কৃষ্ণ বর্মনকে। বিনয় বাবু শুধু নেতা নন তিনি সম্ভ্রান্ত পরিবারের জমিদার বংশের মানুষ। পৈত্রিক আমল থেকেই প্রচুর জমি জমা রয়েছে বিনয় বাবুর। ফেসবুকে বিনয় বর্মন এর একটি প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলে রয়েছে তার পরিচিত এবং আত্মীয়-স্বজনরাও।

অভিযোগ, আসল প্রোফাইল থেকে ছবি চুরি করে বিনয় বাবুর নামে ভুয়ো প্রোফাইল বানায় দুষ্কৃতকারীরা। এরপর বিনয় বাবুর পরিষদের ভুয়ো প্রোফাইলের ফ্রেন্ড বানিয়ে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। বিভিন্ন ব্যাপারে অনেক পরিচিত এমনই তথ্য সামনে এনেছেন। জরুরী দরকার বলে তার কাছে মেসেজ আসে ওই প্রোফাইল থেকে। বেশ কিছুদিন ধরে এরকম ঘটনা চলার পর বিষয়টি অনেকেই বুঝতে পেরে বিনয় বাবুকে বিষয়টি জানান। যা শুনে যথারীতি অবাক হয়ে যান বিনয় বাবু।


বিনয় বাবু বলেন, আমি ব্যক্তিগত কাজে এবং বিশেষ কারণে কলকাতায় ছিলাম। আমার শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি ফোন করে আমাকে জানায়। আমি থানায় অভিযোগ দায়ের করবার কথা বলি। কোন অসাধু চক্র চক্রান্ত করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এই অসাধু ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকতে হবে সকলকে। আমার নামে ভুয়া প্রোফাইল খুলে টাকা হাতানোর চেষ্টার ঘটনায় তদন্ত করতে বলব পুলিশকে।

এ ব্যাপারে ঘোকসাডাঙ্গা থানার ওসি অজিত শা কিছু বলতে না চাইলেও পুলিশ সূত্রে জানা গেছে, বিনয় কৃষ্ণ বর্মন এর নামে ভুয়া প্রোফাইল খোলা নিয়ে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি সাইবারক্রাইম বিভাগে পুলিশ তদন্ত শুরু করছে।

এ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সহ-সভাপতি রাজীব দত্ত বলেন, বিনয় বাবুর মত একজন বিশিষ্ট ভদ্রলক এবং নেতৃত্ব, তার নামে ভুয়ো প্রোফাইল খুলে টাকা হাতানোর চেষ্টা করছে একশ্রেণীর অসাধু চক্র। বিশেষ করে উনার বিরুদ্ধে বদনাম করার জন্যই হয়তোবা এই কর্মকাণ্ড কিংবা অর্থ উপার্জনের একটি চক্র গজিয়ে উঠছে বিনয় কৃষ্ণের নামে ভুয়া প্রোফাইল খুলে। অবিলম্বে পুলিশ তদন্ত করে মূল অভিযুক্তকে খুঁজে বার করুন এটা চায় তৃণমূল যুব কংগ্রেস নেতা রাজীব দত্ত।