এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করতে হাসপাতাল চত্বরে লাগানো হচ্ছে ৩২ টি সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানান এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম.এস.ভি.পি রাজীব প্রসাদ।
প্রসঙ্গত হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের জিনিসপত্র রাতের অন্ধকারে চুরি হওয়ার অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে। এতেই সমস্যায় পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান কখনো শীত তাপ নিয়ন্ত্রণ এর পাইপ তৈরি হচ্ছিল কখনো বা অন্য কিছু। সবদি ঠিক থাকলেও ক্রমাগত হাসপাতাল থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছিল তাই গোটা হাসপাতাল চত্বরে চলছে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ।
এমএসভিপি রাজীব প্রসাদ জানান-“পরিষেবা গত দিক থেকে যথেষ্ট ইন্সট্রুমেন্ট পেয়েছি আমরা লোক ও যথেষ্ট হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছিল হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাসপাতাল থেকে প্রচুর চুরি হচ্ছিল। শুধু চুরি নয় বাইরে থেকে বহু মানুষ হাসপাতালের ভেতরে ঢুকে যাচ্ছিল। পরিষেবার মান উন্নত করার জন্য সিসিটিভি একটি অন্যতম পদক্ষেপ। বর্তমানে কোভিড ওয়ার্ডে ৩২ টি ক্যামেরা লাগানো হচ্ছে।
মাতৃ মা বিভাগে ইতিমধ্যে ক্যামেরা লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা মেডিসিন ওয়ার্ড টি তেও সিসি ক্যামেরা বসাবো। শুধু তাই নয় হাসপাতালের বিভিন্ন প্রবেশদ্বার গুলিতেও সিসিটিভি লাগিয়ে নজরদারি চালানো হবে। কেননা ইতিপূর্বে হাসপাতাল ক্যাম্পাস থেকে প্রচুর জিনিস চুরি হয় যার প্রভাব সরাসরি চিকিৎসা ব্যবস্থার ওপর পড়ে। এম আর আই এর এসি মেশিনের কপার তার চুরি হয়েছিল, সিসিইউ এরো এসি মেশিনের কপার তার চুরি হয়েছে এমনকি ফায়ার সেফটি ডিভাইস এর ও পাইপ ও ভালো চুরি হয়েছে। যেখানে মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে সেগুলো চুরি করে পরিষেবায় বাধা দেওয়ার চেষ্টা করছে। তাই চুরি আটকাতে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।